Breaking News

অস্ত্রোপচার করে ফ্যাট কমাতে গিয়ে প্রাণ গেল অভিনেত্রীর

অস্ত্রোপচার করে ফ্যাট কমাতে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ভারতীয় এক টেলিভিশন অভিনেত্রীর। চেতনা রাজ নামের ওই কন্নড় অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২১ বছর।

গতকাল সোমবার মেয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবার হাসপাতালে দৌড়ে যায় চেতনার মা। সেখানেই মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।২১ বছরের সিরিয়াল অভিনেত্রী চেতনা রাজ শেট্টি কসমেটিক হাসপাতালে ফ্যাট সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন।

এই ফ্যাট সার্জারির কারণে তার ফুসফুসে পানি জমে যায় তারপরেই অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়। মাত্র ২১ বছরেই তার মৃত্যুতে দক্ষিণী সিরিয়ালের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

চেতনার বাবার অভিযোগ যে ফ্যাট সার্জারির জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের থেকে সম্মতি না নিয়েই চিকিৎসক এই সার্জারি করেছিলেন৷ চেতনা একাধিক সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন।

চিকিৎসকের ভুলের কারণেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে তাই সুব্রহ্মমনিয়ানগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। চেতনার পরিবার বেঙ্গালুরুর নর্থ তালুকে থাকেন৷ যিনি অভিযুক্ত চিকিৎসক তিনি এখনও চেতনার বাবা-মা কিম্বা সংবাদমাধ্যমকে কোনও বিষয়ে মুখ খোলেননি।সূত্র- নিউজ ১৮।

Check Also

গলায় খাবার আটকে মেয়ের মৃত্যুর পর মা-বাবার আত্মহত্যা

খাওয়ার সময় হঠাৎ গলায় খাবার আটকে যায় ১৮ মাস বয়সী শিশুকন্যার। অনেক চেষ্টা করেও খাবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *